ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিএমপির ১০ ডিসি-এডিসি-এসি বদলি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, প্রটেকশন বিভাগের ডিসি মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত, ডিসি মো. মাসুদ আলমকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ উত্তর ও দক্ষিণ বিভাগে এবং ডিসি মো. ইবনে মিজানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির এডিসি মো. মিজানুর রহমানকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, এডিসি মো. তানভীর হোসেনকে পালিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের এডিসি জোনাঈদ আফ্রাদকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত এবং এডিসি মো. মাহবুবুর রহমানকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপির এসি মো. বকুল হোসেনকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, এসি মুহা. জাহিদ হাসানকে ডেভেলপমেন্ট বিভাগে এবং ডেভেলপমেন্ট বিভাগের এসি কাজী মিজানুর রহমানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি